
একদিন করিম সাহেব সুকান্ত ভট্টাচার্য কে ডেকে বলে ,বাপু কি এক জামানা আসল ,পূর্বাভাস ছাড়াই যখন তখন হরতাল ডাকা হয় ।আবার রাতের বেলায় পুলিশের অভিযান।এই চিন্তায় ঘুম নেই চোখে ।তাই ভাবছি সুকান্ত বাপু ছাড়পত্র পেলে এবার কবিতা ও রানার কে নিয়ে দেশ ছেড়ে চলে যাব।
রানার তার একটি বিখ্যাত কবিতা
0 comments: