Friday, December 21, 2018

কৌশলে সাহিত্য মনে রাখি >>>প্রমথ চৌধুরী>>BCS

 à¦ªà§à¦°à¦®à¦¥ চৌধুরী এর ছবির ফলাফল


প্রমথ চৌধুরির ভীষন বই পড়ার অভ্যাস ছিল।কিন্তু তিনি যে স বইগুলো পড়তেন তা ছিল সাধু ভাষায় লেখা ।আর এগুলো বুঝতে খুব কষ্ট হত। তাই তিনি পাঠকের কথা চিন্তা করে প্রচলন করেন চলিত ভাষা।তিনি শুরু করেন চলিত ভাষায় বই রচনা।তার বইয়ে তিনি তুলে দরেন নানাকথা ।যেমন ,আমাদেরবাংলা ভাষার কথা  ,শহীদের কথা ,রায়াতের কথা।তিনি বলেন সাহিত্যের খেলায় এগুলো হল খেলার উপকরণ।আর এই খেলা খেলতে হয় যৌবনে।আর কেউ যদি যৌবনে রাজটীকা দিয়ে ভবগুরের মত ঘুরে বেড়ায়,তাহলে তেল নুন লাকড়ি বাকি আনতে হবে ।আর দোকানদার বীরবল যখন হালখাতা খুলে বাকি পরিশোধ করতে বলবে তখন তা পরিশোধ না করতে পারলে চার ইয়ারি কথা বলে নীল লোহিত গল্পগ্রন্থ বানিয়ে ফেলবে।তখন আর কিছু করার থাকবে না ।আবার দেখা যাবে বাড়িতে সনেট পনঞ্চাশত বা পনয়াঞ্চাত হবে ,বীরবলের পদচারন তো থাকবেই।
Previous Post
Next Post

0 comments: