আবুল মনসুর আহমেদঃআবুল -হায়াত(আবে -আয়াত) তার নাতি দের বলছেন ,শোন জীবনে ক্ষুদা লাগতেই পারে তাই বলে সত্য মিথ্যা না জেনে খাওয়া ঠিক না।(উপন্যাস)
শোন খাবার নিয়ে একটা গল্প বলি, যখন তোমরা গলিভারে সফর করবে ,দেখবে সেখানে একটা ফুট কনফারেন্স হয়।আর তা শেষে খাবার দেয়া হয় এবং আয়না বাজি সিনামা দেখানো হয়।আর আয়না বাজি সিনামা টা হলো রাজনীতি নিয়ে লেখা ।এতে পাক বাংলার কালচার কোন কিছু দেখানো হয় না ।দেখানো হয় আয়নার পেছনের আসমানী পর্দা কিভাবে মানুষ কে ঠকানো যায়। যা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরে ও দেখি নাই।
0 comments: